সংবাদাতা ,পূর্ববর্ধমান:- বাড়ির ভিতর থেকে স্বামী-স্ত্রীর মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো পূর্ব বর্ধমানের মেমারির আমাদপুরে। মৃত স্বামী ও স্ত্রীর নাম বাবু ঘোষ(২৯) এবং অনিতা ঘোষ(২৫)। মাস পাঁচেক আগে তাদের বিয়ে হয়।মৃত বাবু ঘোষের বাবা নিখিল ঘোষ জানান, ঘরের ভেতরে তার ছেলের দেহ ঝুলন্ত অবস্থায় আছে, এবং খাটের ওপরে ছেলের স্ত্রীর দেহ পড়ে আছে।
মৃত বাবু এবং অনিতা দু'জনেরই আগে বিয়ে হয়েছিল। তাদের দু'জনেরই একটি করে আগের পক্ষের সন্তান আছে। স্থানীয় ও পুলিশের অনুমান বাবু তার স্ত্রীকে খুন করে নিজে আত্মঘাতী হয়েছে।ঘটনার খবর পেয়ে মেমারি থানা পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজের পুলিশ মর্গে পাঠায়।প্রতিবেশীরা জানান, বাবুর আগের পক্ষের সন্তানের ভরণপোষণের দায়িত্ব নিয়ে প্রায় স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হত।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।