সংবাদদাতা পাণ্ডবেশ্বর;- রবিবার গোপন সূত্রে খবর পেয়ে পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহার ফরিদপুর থানার পুলিশ এলাকার তিলাবনির জঙ্গল থেকে ২ যুবককে আটক করে । তাদের কাছ থেকে উদ্ধার হয় ২০ কেজি গাঁজা । সঙ্গে সঙ্গে দুই যুবককে গ্রেফতার করে লাউদোহার ফরিদপুর থানার পুলিশ । বাজেয়াপ্ত করা হয় তাদের বাইকটিও ।
পুলিশ সূত্রে জানা যায় ওই দুই যুবক দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাসিন্দা । রবিবার রাত্রে তিলাবনির জঙ্গল হয়ে বাইকে করে গাজা পাচার করছিল বলে সন্দেহ । ঘটনার খবর পেয়ে ফরিদপুর থানার পুলিশ অভিযুক্ত ২ যুবককে গ্রেফতার করে । সোমবার তাদের পুলিশি হেফাজত চেয়ে আসানসোল জেলা আদালতে তোলা হয় ।
এদিকে এলাকায় দুই যুবকের থেকে বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । পুলিশ হেফাজত নিয়ে তাদের জিজ্ঞাসাবাদে মিলতে পারে অনেক তথ্য ,এই গাঁজা তারা কোথায় থেকে আনছিল, আর কার কাছে যাচ্ছিল তা। সম্পূর্ণ ঘটনা তদন্ত শুরু করেছে ফরিদপুর থানার পুলিশ ।