সংবাদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমানের ২ নম্বর জাতীয় সড়কের উল্লাসমোড়ে পথ দুর্ঘটনায় জখম হল ৩ জন।শনিবার পরপর দু'টিডাম্পার ও কন্টেনারের মধ্যে সংঘর্ষ হয়।খবর পেয়ে দুর্ঘটনাস্থলে যায় বর্ধমান থানার পুলিশ।
উল্লাসমোড়ে ট্রাফিক সিগন্যাল না থাকায় ব্রেক কষে কলকাতা মুখী একটি ডাম্পার। সেই সময়ই পিছন থেকে একটি কন্টেনার ডাম্পারটিতে ধাক্কা মারে,তারপর আরও একটি ডাম্পার কন্টেনারের পিছনে ধাক্কা মারে।
দুর্ঘটনায় আহত ৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য অনাময় সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।দুর্ঘটনার জেরে বেশকিছুক্ষণ অবরুদ্ধ হয়ে পরে ২ নম্বর জাতীয় সড়কের কলকাতা মুখী লেন।