নীলেশ দাস আসানসোল:- আসানসোল জেলা হাসপাতালে শিশু মৃত্যুকে কেন্দ্রে করে উত্তেজনা।হাসপাতালের এমারজেন্সি বিভাগে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল মৃতের আত্মীয় ও পরিজনদের বিরুদ্ধে।জানা গিয়েছে এদিন এক শিশুর জ্বর নিয়ে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছিল।
এরপর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা করে ওষুধ দেওয়া হয়েছিল।এরপর বাড়ি নিয়ে গিয়ে সেই ওষুধ খাওনোর পর ওই শিশুর অবনতি হয়ে মৃত্যু হয়েছে।এদিন চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আসানসোল জেলা হাসপাতালের এমারজেন্সি বিভাগে ভাঙচুর চালানো হয়েছে।খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ পৌচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।