সংবাদাতা,পূর্ব বর্ধমান:- স্কুলে ভয়ঙ্কর গোখরো ঢুকে পড়ায় চাঞ্চল্য। পূর্ব বর্ধমানের নতুনগ্রামের প্রাথমিক স্কুলের ঘটনা। বনদপ্তরের কর্মীরা এসে সাপটিকে ধরে নিয়ে যান।বর্ষাকালে সাপের উপদ্রব বাড়ে।শনিবার দুপুরে পূর্ব বর্ধমানের নতুনগ্রামের এফ পি স্কুলে প্রার্থনার পর হৈচৈ শুরু হয়। একটি সাপ ঢুকে পড়ে গুদামঘরে। স্কুলের প্রধানশিক্ষক অজিত কুমার দাস জানান,কলের পাশে নালার সাথে ডোবার সংযোগ আছে।সেই পথ ধরেই সাপটি গুদামে চলে আসে সাপটি। '
শিশুরা ভয় পেয়ে যায়।খবর দেওয়া হয় বনদপ্তরে।অভিভাবক হাসিনা বিবি জানান, স্কুলে সাপ ঢোকায় আমরা সবাই ছুটে আসি।বনকর্মী বাপন বৈরাগী জানান, ঠান্ডা জায়গা দেখে সাপ ঢুকে পড়ে গুদামঘরে। ওই জায়গাটি খুব নোংরা এবং সংকীর্ণ। সাপটি বহু কসরত করে বাগে এনেছেন তারা। এটি বিষধর গোখরো। প্রধানশিক্ষক জানিয়েছেন, ওই ঘরটিকে পরিস্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।