তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- এক গুচ্ছ দাবিকে সামনে রেখে সোমবার কাঁকসার বিডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখালো আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।এদিন ঐতিহ্যবাহী আদিবাসী গ্রাম সভার পক্ষ থেকে এক গুচ্ছ দাবি নিয়ে কাঁকসার মিনিবাজার এলাকা থেকে মিছিল করে প্লাকর্ড হাতে কাঁকসার বিডিও অফিসের সামনে এসে বিক্ষোভ দেখানোর পাশাপাশি এক গুচ্ছ দাবি নিয়ে তারা ব্লক আধিকারিকদের কাছে ডেপুটেশন জমা দেন।
বিক্ষোভকারীদের দাবি কাঁকসা ব্লকে যে সমস্ত এলাকায় আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা বসবাস করেন সেই সময় এলাকায় বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা যে সমস্ত সুযোগ সুবিধা পাওয়ার কথা তা তারা পান না।এখনো বহু আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা জমির পাট্টা পান নি। তাদের অবিলম্বে পাট্টার ব্যবস্থা,আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য জাহেরস্থানের ব্যবস্থা,আদিবাসী গ্রাম গুলিতে যে সমস্ত জায়গায় উন্নয়নের কাজ বাকি আছে সেই সমস্ত এলাকায় উন্নয়নের কাজ করা সহ একাধিক দাবি তারা কাঁকসার ব্লক আধিকারিকদের কাছে দাবি রাখেন।
দীর্ঘক্ষন বিক্ষোভ দেখানোর পর কাঁকসার বিডিও তাদের সমস্যার বিষয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিলে বিক্ষোভ উঠিয়ে নেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।এদিন ৪টি আদিবাসী সংগঠন এক যোগে কাঁকসার বিডিও অফিসে বিক্ষোভ ও ডেপুটেশনে সামিল হয়।