তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- একগুচ্ছ দাবিকে সামনে রেখে সোমবার সকাল থেকে পানাগর শিল্প তালুকের রাষ্ট্রয়াত্তর তেল সংস্থার বটলিং প্লান্টের সামনে বিক্ষোভ দেখান লরি চালকেরা। এদিন সকাল থেকেই কারখানার ভেতরে সমস্ত লরি ঢুকতে বাধা দেয় চালকেরা। ফলে সকাল থেকেই বটলিং প্লান্টে গ্যাস সিলিন্ডার লোডিং বন্ধ হয়ে পড়ে।
লরি চালকদের দাবি যে বেতন তাদের দেওয়া হয় তা অত্যন্ত কম।দ্রুত বেতন বৃদ্ধিসহ লুট করা গাড়ি নিয়ে কারখানা থেকে বেরোনোর পর সঠিক পরিমাণে তাদের খাবারের খরচ সহ কারখানার বাইরে গাড়ি রাখার পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা করার দাবি নিয়ে সকাল থেকেই বিক্ষোভে সামিল হয় প্রায় ৩০ জন লরি চালক।লরি চালকদের বিক্ষোভের জেরে বন্ধ হয়ে পড়ে কারখানার উৎপাদনের কাজ।