তনুশ্রী চৌধুরী,পানাগড়:- সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সিউড়ি থেকে শিয়ালদহ যাওয়ার মেমু ট্রেন চালু হলো রবিবার থেকে।দিল্লি থেকে এই ট্রেনের সূচনা করা হলেও রবিবার দুপুরে ভার্চুয়াল সভার আয়োজন করা হয় পানাগড় স্টেশনে।এদিন পানাগড় স্টেশনে ভার্চুয়াল সভার মাধ্যমে ট্রেনের সূচনা অনুষ্ঠানে যোগ দেন দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘরুই,রেলের আধিকারিকরা ও পানাগড় স্টেশন আর পি এফ এর আধিকারিকরা,বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা সহ বিশিষ্ট জনেরা।
বিধায়ক বলেন এটা অত্যন্ত খুশির খবর যে সিউড়ি থেকে শিয়ালদহ যাওয়ার জন্য কোনো ট্রেনের ব্যবস্থা ছিলো না। বহু মানুষের দাবি ছিলো শিয়ালদহ যাওয়ার জন্য কোনো একটি ট্রেনের ব্যবস্থা করা হোক।এই বিষয়ে সাংসদ এস এস আলুওয়ালিয়া উদ্যোগ নিয়ে রেল মন্ত্রকের কাছে আবেদন জানালে সাধারণ মানুষের চাহিদামত একটি মেমু ট্রেনের সূচনা হলো আজ।এই ট্রেন রবিবার শিয়ালদহ থেকে শুরু করে আজ সিউড়ি পৌঁছাবে। আগামীকাল অর্থাৎ সোমবার থেকে এই ট্রেন নিয়মিত সিউড়ি থেকে শিয়ালদহ যাবে এবং শিয়ালদহ থেকে ফের বিকালে সিউড়ি ফিরবে।এই ট্রেন শুরু হওয়ার ফলে বহু মানুষের সুবিধা হবে।