তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বধূ নির্যাতনের অভিযোগে এক যুবককে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের নাম গোপাল কুন্ডু। কাঁকসার ডাকবাংলো এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।জানা গেছে কাঁকসা থানায় স্ত্রীর অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই যুবককে গ্রেফতার করে।
ধৃত যুবককে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃত যুবকের বিরুদ্ধে বধূ নির্যাতনের অভিযোগ ওঠে।কাঁকসা থানায় লিখিত অভিযোগের পরই পুলিশ তাকে গ্রেফতার করে মহকুমা আদালতে পেশ করে।