তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- জীবনকৃষ্ণ মঠের পক্ষ থেকে শুক্রবার মানকর গ্রাম পঞ্চায়েত অফিসে খোল কীর্তন নিয়ে বিক্ষোভ দেখায় জীবনকৃষ্ণ মঠের ভক্তরা।এদিন বিক্ষোভ দেখানোর পাশাপাশি মানকর গ্রাম পঞ্চায়েত প্রধানের হাতে একটি স্মারকলিপি তুলে দেয় ভক্তরা এর পাশাপাশি গলসি এক নম্বর ব্লকের ব্লক আধিকারিক এর হাতে ও একটি স্মারকলিপি দেয়। জীবনকৃষ্ণ মঠ কে এলাকার সাধারণ মানুষ যেভাবে মান্যতা দিলেও কিন্তু সরকারিভাবে এখনো পর্যন্ত সেই মঠের কোন সংস্কার সংরক্ষণের বা উন্নয়নের কোন উদ্যোগ নেয়নি রাজ্য সরকার।
তারই দাবি নিয়ে এদিন মঠের ভক্তরা প্রধানের দ্বারস্থ হয়।মঠের ভক্ত নরেশ কোনার জানান জীবনকৃষ্ণ গোস্বামী নাম কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পরশমণি কবিতায় উল্লেখ আছে তাই সরকারের সনাতন ধর্মের অন্যতম মহাপুরুষ জীবনকৃষ্ণ গোস্বামীর বাড়িকে সরকারের সংরক্ষণ করা উচিত।
তাছাড় ও জীবনকৃষ্ণ গোস্বামীর বাড়ি যাবার যে রাস্তা সেই রাস্তা ২০১৮ সালে এনআরজিএস প্রকল্পে তৈরি হওয়ার কথা ছিল কিন্তু আজও পর্যন্ত সেই রাস্তা হয়নি অথচ সেই প্রকল্পের টাকা উঠে গেছে হয়েছে লক্ষ লক্ষ টাকার হরিলুট ।