সংবাদদাতা, লাউদোহা:-শিক্ষায় দুর্নীতিতে যুক্ত দোষীদের শাস্তিসহ ১২ দফা দাবিতে লাউদোহা থানা কৃষক সভা ও ক্ষেত মজদুর ইউনিয়নের ডাকে গণবিক্ষোভ ও দুর্গাপুর ফরিদপুর ব্লকের ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এর কাছে স্মারকলিপি প্রদান করেন। লাউদোহার ভূমি রাজস্ব দপ্তর থেকে মিছিল করে বিধায়ক অফিস পর্যন্ত গিয়ে সেখান থেকে এসে একটা সভা করা হয় । পরে স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের সদস্যরা ।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন CITU র রাজ্য কমিটির সদস্য রঞ্জিত মুখার্জি সহ সংগঠনের প্রায় শ দুয়েক কর্মী সমর্থক। এদিনের এই বিক্ষোভ সমাবেশে রঞ্জিতবাবু জানান, শিক্ষা দুর্নীতি মামলায় শুধু পার্থ চট্টোপাধ্যায় নয় তৃণমূলের সমস্ত সুবিধা ভোগীদের শাস্তির দাবিতে এছাড়াও পঞ্চায়েতের নানান দুর্নীতি সহ ১২ দফা দাবীতে এদিনের কর্মসূচী ছিল।