সংবাদাতা,দুর্গাপুর:- কয়লা, বালি, লোহা ও নির্বাচন পরবর্তী হিংসা মামলায় সিবিআই আসল অপরাধীদের ধরছেনা অভিযোগ সিপিআইএমের। কান টানলেই মাথা আসবে কিন্তু সেই কান টানা হচ্ছে না বলে অভিযোগ সিপিএমের। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে মিছিল করে দুর্গাপুরের এনআইটি তে সিবিআই এর অস্থায়ী দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করলেন সিপিএম। এদিন অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা ছিল বিশাল পুলিশ বাহিনী।