সংবাদাতা,পূর্ববর্ধমান:- মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের দাবিতে কালি প্রতিমা নিয়ে থানায় বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন জমা দিল বিজেপি। জামালপুরের বিজেপি পার্টি অফিস থেকে বিজেপি কর্মী সমর্থকরা কালি প্রতিমা সঙ্গে নিয়েই শনিবার জামালপুরে মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের দাবি জানাতে থাকেন ।
পরে কালি প্রতিমা মাথায় নিয়ে ওই বিজেপি কর্মীরা জামালপুর থানার একেবারে সামনে জড়ো হয়ে মহুয়া মৈত্রকে গ্রেপ্তারের দাবি করে শ্লোগান দিতে শুরু করেন ।দাবি সনদের বিষয়টি থানার আধিকারিকের কাছেও তুলে ধরেন বিজেপি নেতৃত্ব ।