তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- বেআইনিভাবে দেশি মদ বিক্রির অভিযোগে পানাগড় থেকে গ্রেফতার এক ব্যক্তি।ধৃত ব্যক্তির নাম বাসুদেব রঙ্গরাজ।ধৃত ব্যক্তির পানাগড় বাজারের রণডিহা মোড় এলাকার বাসিন্দা।ধৃতকে সোমবার রাতে গ্রেফতার করে মঙ্গলবার মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে ধৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে পানাগড় বাজারের রণডিহা মোড় এলাকায় বেআইনিভাবে দেশি মদ বিক্রি করতো।এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সোমবার রাতে হানা দিয়ে ধৃতের কাছ থেকে ২১টি দেশি মদের বোতল উদ্ধার করে পুলিশ।