তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার সকালে পথদুর্ঘটনায় গুরুতর আহত হলো দুই সাইকেল আরোহী।স্থানীয় সূত্রে জানা গেছে পানাগর মোরগ্রাম রাজ্য সড়কের ওপর কাঁকসার দু নম্বর কলোনি এলাকায় বীরভূম গামী একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধার দিয়ে যাওয়া দুই সাইকেল আরোহীকে ধাক্কা মারলে গুরুতর আহত হয় দুই সাইকেল-আরোহী।
আরো পড়ুন:- অন্ডাল থানায় আয়োজিত হলো 'মিট ইউর অফিসার' অনুষ্ঠান
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে দুই সাইকেল আরোহীকে উদ্ধার করে দুর্গাপুর বিধান নগর হাসপাতালে ভর্তি করে।ঘটনার পর ঘাতক ডাম্পার টিকে আটক করলেও দুর্ঘটনার সময় ডাম্পার ছেড়ে পালিয়ে যায় ডাম্পারের চালক ও খালাসি।