সংবাদাতা, পূর্ব বর্ধমান:- তাড়াতাড়ি সুস্থ হয়ে কাজে ফিরতে চাই।চিকিৎসার সুবিধার্থে বর্ধমানে দিদির বাড়িতে আছি।সুস্থ হয়েই কাজে যোগদান করবো।১১ দিন পর দুর্গাপুরের বেসরকারী হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিরবাগান এলাকায় দিদির বাড়ি এসে একথা জানালেন কেতুগ্রামের নির্যাতিতা রেনু খাতুন।
দুর্গাপুরের হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বর্ধমানে দিদির বাড়িতে এলেন রেনু খাতুন। এখান থেকে দুর্গাপুরে চিকিৎসা করাতে সুবিধা হবে তাই এখানে আসা। এখনো আতঙ্কের রেশ কাটেনি, যতক্ষণ দোষীরা দৃষ্টান্তমূলক শাস্তি না পাচ্ছে ততক্ষণ আতঙ্ক কাটবে না বলে জানাচ্ছে সে।
মুখ্যমন্ত্রীর দেওয়া চাকরির নিয়োগপত্র পেয়েছে, যত দ্রুত সম্ভব সুস্থ হয়ে কাজে যোগ দিতে চাইছেন কেতুগ্রামের রেনু। পুরোপুরি সুস্থ হয়ে বাড়ি ফিরবে, ততদিন দিদির বাড়ি বর্ধমানের বাজেপ্রতাপপুর মালিরবাগানেই থাকবে বলে জানান রেনু।