তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা ব্লকের পানাগড় বাজার সংলগ্ন কেনেল পাড়ে একটি ওষুধের দোকানে দেবাশীষ পড়ে নামে এক ডাক্তার দীর্ঘদিন ধরে রোগীদের চিকিৎসা করছিলো কিন্তু স্থানীয় মানুষদের অভিযোগ ছিল তাঁর ডিগ্রি নিয়ে সে আদেও চিকিৎসক কিনা।
ওই ডাক্তারের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছিল তার যে বিভিন্ন ডিগ্রি নিয়ে। যেসকল ডিগ্রি নিয়ে এইখানে রোগী দেখছে সেই বিষয়ে মানুষের সন্দেহ হয় এবং প্রশাসনকে লিখিতভাবে অভিযোগ করা হয় । সোমবার ঘটনার তদন্তে নেমে ঘটনাস্থলে আসেন কাঁকসার বিডিও পর্না দে ও কাঁকসা থানার পুলিশ আধিকারিক সন্দীপ চট্টরাজ ।
কাঁকসার বিডিও জানিয়েছেন মহকুমা শাসকের নির্দেশে তিনি আসেন কিন্তু যে ওষুধ দোকানে তিনি বসতেন সেই ওষুধ দোকান বন্ধ ছিলো।অগত্যা ফিরে যেতে হয়।পরবর্তী কালে ফের তারা আসবেন ওই দোকান মালিক ও চিকিৎসকের বিষয়ে তদন্ত করতে।