সংবাদাতা, পূর্ব বর্ধমান:- আবার টিয়াপাখি উদ্ধার বর্ধমানে। এবার অভিনব কায়দায় ভলভো বাসের ছাদে পাচার হচ্ছিল এই পাখিগুলি। বিহারের বেগুসরাই থেকে কলকাতাগামী ভলভো নাইট সার্ভিস বাসে পাচার করা হচ্ছিল।
বনদপ্তরের কাছে বৃহস্পতিবার রাতে টিয়াপাখি পাচারের খবর আসে। সেইমতো দুর্গাপুর থেকে বর্ধমান পর্যন্ত ২ নম্বর জাতীয় সড়কের বিভিন্ন জায়গায় নাকা চেকিং শুরু হয়। শুক্রবার ভোরের দিকে গলসির কাছে উদ্ধার করা হয় এই পাখিগুলিকে।
উদ্ধার হওয়া পাখিগুলির মধ্যে ৬৯ টি টিয়া পাখি, ৯ টি চন্দনা এবং ৩ টি হিল ময়না ছিল। একই সাথে ৫ জন পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। এই পাখিগুলি বিক্রির উদ্দ্যেশ্যেই এগুলি পাচার হচ্ছিল বলে পূর্ব বর্ধমান জেলা বিভাগীয় বনাধিকারিক নিশা গোস্বামী জানিয়েছেন।