সংবাদাতা,পূর্ব বর্ধমান:- অগ্নিপথ প্রকল্পের বিরোধীতায় দেশ জুড়ে বিক্ষোভের জেরে বাতিল হল একাধিক ট্রেন। ফলে দিনভর চূড়ান্ত হয়রানীর শিকার হলেন ট্রেনযাত্রীরা।
বর্ধমান স্টেশনে আটকে দেওয়া হয় আপ পূর্বা এক্সপ্রেসকে।তাকে পুনরায় হাওড়া ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।শুক্রবার ২ -৩৪ মিনিটে আপ পূর্বা এক্সপ্রেস ঢোকে বর্ধমান স্টেশনে। তারপর ৩ - ৩৬ মিনিট নাগাদ ট্রেনটির ইঞ্জিন খুলে হাওড়ার দিকে লাগিয়ে রওনা দেয়।
পাশাপাশি বাতিল করা হয়েছে আপ লালকোয়া এক্সপ্রেস,জম্মু তাই এক্সপ্রেস,বালিয়া এক্সপ্রেস,পাটনা জনশতাব্দি এক্সপ্রেস,অনন্যা এক্সপ্রেস ও পূর্বাঞ্চল এক্সপ্রেস।