সংবাদাতা,পূর্ব বর্ধমান:- আগামী ২৭ জুন বর্ধমানে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন পূর্ব বর্ধমানে দুটি সভা রয়েছে তার। প্রথম সভাটি মাটি উৎসব মাঠে হবে। সেখানে একটি সরকারি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কৃষকদের সংবর্ধনা দেবেন। তার পর অন্য একটি জায়গায় তিনি দলীয় নেতা কর্মীদের নিয়ে সভা করবেন।
যদিও দ্বিতীয় সভাটির স্থান এখনো ঠিক হয়নি বলে জানান পূর্ব বর্ধমান জেলা তৃণমুল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। এই সভাকে কেন্দ্র করে মঙ্গলবার সন্ধ্যায় বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চের অ্যানেক্স হলে জেলার নেতাদের নিয়ে একপ্রস্থ বৈঠক সারেন মন্ত্রী মলয় ঘটক। উপস্থিত ছিলেন আরেক মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ জেলার অন্যান্য তৃণমূল নেতৃত্ব।