তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- শনিবার কুলডিহা বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের সূচনা করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার।এদিন কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কাঁকসার কুলডিহায় আদিবাসী ফ্রি প্রাইমারি বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের সূচনা করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এছাড়াও উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর ডেভলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান তাপস বন্দোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ও মলানদীঘি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ এলাকার বিশিষ্টজনের।
আরোপড়ুন:- কাঁকসা থানায় রথযাত্রার কমিটির সদস্যদের নিয়ে সভা অনুষ্ঠিত হল
বিধায়ক প্রদীপ মজুমদার জানিয়েছেন এলকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিলো ওই বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল না থাকার কারণে সমস্যায় পড়তে হতো।বিদ্যায়ের সামনে গবাদি পশু বিচরণ করতো অধিকাংশ সময়।এলাকাবাসীর আবেদনে সারা দিয়ে আসানসোল দুর্গাপুর ডেভলপ মেন্টের আর্থিক সহযোগিতায় শনিবার বিদ্যালয়ের বাউন্ডারি ওয়ালের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।দ্রুত কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি।