সংবাদাতা, পূর্ব বর্ধমান:- এবার উচ্চমাধ্যমিকে ফেল করা ছাত্রছাত্রীদের পাশ করানোর দাবী উঠলো পূর্ব বর্ধমানের মেমারিতে। সোমবার পাস করানোর দাবীতে একদল ফেল করা পড়ুয়া পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়।
মেমারীর চেকপোষ্ট মোড়ে জিটি রোড অবরোধ করে বেশ কয়েকটি স্কুলের ফেল করা পড়ুয়ারা পাশ করানোর দাবী জানায় ঘন্টা খানেক অবরোধের জেরে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় জিটি রোডে।পরে মেমারী থানার পুলিশ গিয়ে অবরোধ তুলে দেয়।