সংবাদাতা, দুর্গাপুর:- আগামী ২১ জুন বিশ্ব যোগা দিবস উপলক্ষ্যে রবিবার সকালে দুর্গাপুরের ট্রাঙ্ক রোড ময়দানে এক বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয় দুর্গাপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে ।
এদিন দুর্গাপুর বিভিন্ন স্কুলের কচিকাঁচারা থেকে শুরু করে গৃহবধূরা এই যোগ শিবিরে অংশগ্রহণ করে । প্রায় ৫০০ জন যোগ দেন শিবিরে। সাস্থ্যই সম্পদ সমাজের বিভিন্ন স্তরে এই বার্তাই পৌঁছে দিতে এই যোগ শিবিরের আয়োজন বলে জানান উদোক্তারা।
এ দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর চেম্বার অফ কমার্স এর প্রাক্তন সভাপতি তথা দুর্গাপুর নগর নিগমের বোরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদার, দুর্গাপুর চেম্বার অব কমার্সের বর্তমান সম্পাদক ভোলা ভগত সহ আরও বিশিষ্টজনেরা । এ. এস যোগা ক্লাসের সহযোগিতায় এই শিবিরটি আয়োজিত হয়।