তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- কেন্দ্র সরকারের কাছ থেকে ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতে রবিবার বিকালে ত্রিলোকচন্দ্র পুর মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ মিছিলটি ডাকবাংলো থেকে শুরু করে বিভিন্ন এলাকা ঘুরে দু নম্বর কলোনি এলাকায় শেষ হয়। এদিন প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন ত্রিলোকচন্দ্র পুর গ্রাম পঞ্চায়েতের সদস্য জুলফিকার আলী, ত্রিলোক চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য তথা ত্রিলোক চন্দ্রপুর অঞ্চল মহিলা তৃণমূল কংগ্রেসের নেত্রী রুমা রাও, তৃণমূল নেতা নব কুমার সামন্ত, কাঁকসা ব্লকের তৃণমূল ছাত্র পরিষদের সভাধিপতি রাজেশ কোনার। কাঁকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি দেবদাস বক্সী সহ শতাধিক তৃণমূল কর্মী সমর্থকরা।
তৃণমূল নেত্রী রুমা রাও জানিয়েছেন কেন্দ্রের কাছে রাজ্যের বহু ১০০ দিনের কাজের টাকা বকেয়া রয়েছে।১০০দিনের শ্রমিকদের সেই বকেয়া টাকার দাবিতে মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা পথে নেমে প্রতিবাদ জানাচ্ছে।
১০০ দিনের বকেয়া টাকা না পাওয়ার ফলে থমকে রয়েছে ১০০ দিনের কাজ। তাই যতদিন না কেন্দ্র সরকার রাজ্যের ১০০ দিনের শ্রমিক দের বকেয়া টাকা মেটাচ্ছে ততদিন তাদের আন্দোলন চলবে বলে জানিয়েছেন তিনি। পাশাপাশি এদিন মিছিল থেকে পেট্রোল ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।