তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- ক্রিকেটের জনপ্রিয় লিগ আইপিএল তারই অনুকরণেই কাঁকসায় দু নম্বর কলোনি কদম তলায় ১৫ দিন ধরে চলছিল আইপিএলের খেলা। রবিবার তার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো।
প্রথমে কাঁকসার ৬ টি কমেটি কাঁকসা এলাকার ক্রিকেটারদের একটি নিলাম হয় সেই নিলামে সঠিক কমিটি তাদের খেলোয়াড় কিনে নেয় তারপর বিগত ১৪ দিন ধরে চলে আই সি পি এল এর খেলা । ৬টি টিমের মধ্যে প্রতাপ একাদশ ও বিদ্যুৎ একাদশ চূড়ান্ত পর্যায়ে খেলায় রবিবার পরস্পরের মুখোমুখি হয় । এদিন প্রকৃতিবাদ সাধলেও শেষ পর্যন্ত খেলাটি সম্পন্ন হয় এদিন বিদ্যুৎ একাদশ প্রতাপ একাদশকে পরাজিত করে চূড়ান্ত পর্যায়ে খেলায় জয়ী হয় বিদ্যুৎ একাদশ।
আইপিএলের এক উদ্যোক্তা জানিয়েছেন সম্পূর্ণ খেলাটি আইপিএলের অনুকরণ হয়েছে এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে সন্তর্পণে খেলা শুভ সূচনা হয়। এই এলাকার পুরুষ থেকে মহিলা কচিকাঁচা থেকে বয়স্করা সকলেই আনন্দের সাথে ক্রিকেট খেলাটি উপভোগ করে। তিনি আরো জানান এদিন চূড়ান্ত পর্যায়ে খেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিলকচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য রাহুল বৈরাগ্য ।