তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হল এক লরি চালক।ঘটনাটি ঘটেছে পানাগর বাইপাসে দু'নম্বর জাতীয় সড়কে বিরুডিহায়।জানা গেছে একটি ছোট লরি দুর্গাপুর থেকে কলকাতা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি লরি পেছনে ধাক্কা মারে। গুরুতর আহত হয় লরির চালক।
আরো পড়ুন:- ছেলে ও নাতির মারে মৃত্যু হল দাদুর
খবর পেয়ে কাঁকসা থানার পুলিশ আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা জেরে দু'নম্বর জাতীয় সড়কে সাময়িক যান চলাচল বন্ধ হয়ে যায়। কাঁকসা থানার পুলিশ দুর্ঘটনা গ্রস্থ ছোট লড়িটিতে অন্যত্র সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।