তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- শুক্রবার সকালে সড়ক দুর্ঘটনায় আহত হল লরির চালক ও খালাসী। দুরঘটনাটি ঘটেছে দু নম্বর জাতীয় সড়কের উপর কাঁকসার বিরুডিহায়।
জানা গেছে একটি লরি কোলকাতা থেকে আসানসোলের দিকে দুনম্বর জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় আচমকা সামনের টায়ার ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি আসানসোল গামী একটি ট্রেলারের পিছনে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপর চেপে যায়। দুর্ঘটনায় আহত হয় লরির চালক ও খালাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে কাঁকসা থানার পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।দুর্ঘটনাগ্রস্ত ট্রেইলারটি দুর্ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে গেলেও দুর্ঘটনাগ্রস্ত লরিটি কে আটক করেছে পুলিশ।