তনুশ্রী চৌধুরী, পানাগড়:- রক্তদানের প্রতি উৎসাহ বাড়াতে এবার উদ্যোগী হলো বুদবুদ থানার পুলিশ।বৃহস্পতিবার বুদবুদ থানা প্রাঙ্গনে স্বেচ্চায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্তদান শিবিরে বুদবুদ এলাকার বিভিন্ন প্রান্ত থেকে সাধারণ মানুষ রক্তদান করেন। বুদবুদ থানার ওসি সিকান্দার আলম জানিয়েছেন রক্ত সংকট মেটাতে ও রক্তের প্রতি এলাকার মানুষের প্রতি উৎসাহ বাড়াতে রক্তদান শিবিরের উদ্যোগ নেওয়া হয়।রক্তদান শিবিরে এদিন মোট ৮৮জন রক্তদান করেন।
তবে পরবর্তী সময়ে রক্তের সংকট দেখা দিলে আবারও রক্তদান শিবিরের আয়োজন করা হবে বলে জানিয়েছেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসার এসিপি,পানাগড় ভলেন্টিয়ার্স ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক প্রণব শেঠ, বিশিষ্ট সমাজসেবী উমেশ মিস্রা,নিতাই হাজরা প্রমূখ।