সংবাদাতা,পূর্ববর্ধমান:- আউশগ্রামের বনপাশ স্টেশনে রেলযাত্রীর কাছ থেকে চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনার পর দ্রুত নাকাচেকিং শুরু করে দেওয়ার ফলেই পুলিশ তিনঘন্টার মধ্যেই দুই দুস্কৃতীকে ধরতে সমর্থ হয়েছে বলে জানান পূর্ব বর্ধমানের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায়।
তিনি জানান বিকেল চারটে নাগাদ ওই ঘটনা ঘটার খবর পেয়েই আউশগ্রাম থানা এলাকা সহ আশপাশের থানা এলাকায় নাকাচেকিং শুরু করা হয়। তারপর একটি বাইক আটকে চেকিং করার সময় উদ্ধার করা হয় টাকা ভর্তি ব্যাগ। তবে পুলিশ এখনও পর্যন্ত তিন লক্ষ টাকা উদ্ধার করেছে বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।তবে তদন্তের স্বার্থে পুলিশ তাদের নাম বা পরিচয় বলতে চায় নি।