তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- পরিবেশ বাঁচাতে এবার মুখোশ পরে পথ নাটকের মাধ্যমে পথ চলতি মানুষদের সচেতনের উদ্যোগ নিলো কাঁকসা থানার পুলিশ।
বীরভূমের প্রেরণা সিউড়ি নামের সংগঠনের পক্ষ থেকে পানাগড় বাজারের বর্ধমান গামী বাস স্ট্যান্ডের কাছে মুখোশ পরে পথ নাটকের মাধ্যমে পরিবেশ বাঁচাতে সচেতনতার প্রচার চালানো হলো। মূলত জঙ্গলে আগুন লাগানোর ফলে,এবং ব্যক্তি স্বার্থে জঙ্গল কাটার ফলে একদিকে পরিবেশের উপরে যেমন ক্ষতি হয় তার সাথে জঙ্গলে বসবাস করা বন্য জন্তু ও বনে বসবাস করা পাখিদের কি ক্ষতি হয় তা পথ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়।
সোমবার সকালে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঁকসা থানার পুলিশ আধিকারিকরা সহ এলাকার বিশিষ্টজনেরা।
সংগঠনের উদ্যোক্তা মৃণালজিৎ গোস্বামী জানিয়েছেন অবাধে গাছ কাটার ফলে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য নষ্ট হোচ্ছে তার সাথে অবাধে জঙ্গলের গাছ কেটে দেওয়ার ফলে ও জঙ্গলে আগুন লাগিয়ে দেওয়ার ফলে বন্য প্রাণীদেরও ক্ষতি হোচ্ছে।
তাই ২৫শে বৈশাখের দিনে কবি গুরু রবীন্দ্রনাথ কে শ্রদ্ধা জানিয়ে তারা এই উদ্যোগ নিয়েছেন।