সংবাদাতা, পূর্ব বর্ধমান:- বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পালিয়ে গেল বিচারাধীন বন্দি। বুধবার আসানসোল সংশোধনাগার থেকে বন্দিদের বর্ধমান হাসপাতালের আউটডোরের সার্জারী বিভাগে চিকিৎসা করতে নিয়ে আসা হয়।
আউটডোর ফার্মেসীর সামনে সংশোধনাগারের জাল লাগানো গাড়ি থেকে দু'জন বন্দি পালিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। একজনকে পুলিশ কর্মীরা ধরে ফেললেও অপর একজন পালিয়ে যায়।
প্রশাসন সূত্রে জানা গেছে পালিয়ে যাওয়া বন্দির নাম গৌরব কুমার ওরফে পাপ্পু চৌধুরী । ২৫ জনকে বুধবার আসানসোল জেলা সংশোধনাগার থেকে আনা হয়েছিল বলে জানা গেছে।