Type Here to Get Search Results !

অফলাইন নয় অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ ছাত্র ছাত্রীদের



সংবাদাতা, পূর্ব বর্ধমান:- অফলাইন নয় অনলাইনে পরীক্ষা নিতে হবে এই দাবীতে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ  ছাত্র ছাত্রীদের। এই দাবীতে প্রায় হাজার খানিক ছাত্র-ছাত্রী মিছিল সহকারে এসে বিক্ষোভ দেখায় বর্ধমান বিশ্ববিদ্যালয় চত্তরে।







বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনে যে সমস্ত  কলেজ আছে আজ সেই সমস্ত কলেজের ছাত্রছাত্রীরা অনলাইনে পরীক্ষার দাবীতে এই বিক্ষোভ দেখাচ্ছেন। ছাত্র-ছাত্রীদের দাবি কোভিড কাল থেকে এতদিন অনলাইনে ক্লাস হয়েছে, প্যাকটিক্যাল ঠিকমতন হয়নি। এমত সময় যদি ইউনিভার্সিটি বলে যে সমস্ত পরীক্ষা অফলাইন হবে তাহলে ছাত্র-ছাত্রীদের পক্ষে পক্ষে দেওয়া সম্ভব  নয়। 









অবিলম্বে অফ্লাইন এর পরিবর্তে অনলাইন পরীক্ষা নিতে হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যতক্ষণ না পর্যন্ত  সিদ্ধান্ত নেবে অনলাইন পরীক্ষার ততক্ষন এই বিক্ষোভ চলবে জানালেন ছাত্র-ছাত্রীরা।









সবমিলিয়ে আজ ইউনিভার্সিটি চত্বর বাইরে থেকে আসা কলেজের ছাত্র-ছাত্রীদের স্লোগানে  মুখরিত। প্রসঙ্গত উল্লেখ্য,  তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের পক্ষ থেকে একই দাবিতে গত সোমবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষর কাছে স্মারকলিপি দেওয়া হয়।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad