সংবাদাতা,পূর্ব বর্ধমান:- দিনেদুপুরে ছিনতাই পূর্ববর্ধমানের আউশগ্রামে।শুক্রবার দুপুরে আউশগ্রামের বনপাশ রেলস্টেশনের কাছে চার লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।দিবাকর মিশ্র নামে এক ব্যবসায়ী তার স্ত্রী,মেয়ে ও ছেলেকে নিয়ে তারাপীঠ থেকে বাসে করে ফিরছিলেন।তারপর বড়া চৌমাথায় নেমে টোটো করে ট্রেন ধরতে যান বনপাশ স্টেশনে।
দিবাকরবাবুর হাতে ছিল একটি ব্যাগ।তাতে চার লক্ষ টাকা ছিল বলে জানাগেছে।ছেলে শুভানন্দকে নিয়ে তিনি যখন স্টেশনের একধারে শৌচকর্মের জন্য যান তখন দুই ছিনতাইবাজ তার হাত থেকে টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালায় বলে অভিযোগ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।দিবাকর মিশ্রের বাড়ি ব্যারাকপুরে বলে জানাগেছে।