সংবাদাতা , অন্ডাল:- দুর্গাপুর ফরিদপুর ব্লকের প্রতাপপুর গ্রামের মঙ্গলবার ঘূর্ণিঝড়ের কারণে উড়ে যায় বেশকিছু মাটির বাড়ির টালির ও টিনের ছাদ।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, পঞ্চায়েতের উপপ্রধান সঞ্জয় মুখার্জী ও তৃণমূলের আরো অন্যান্য নেতৃবৃন্দ।
ঘটনাস্থলে পৌঁছে ঝড়ে বিপর্যস্ত মানুষের পাশে থাকার আশ্বাস দেন বিধায়ক। ব্যবস্থা করা হয় ঝড়ে বিধ্বস্ত মানুষদের জন্য ত্রাণের।