সংবাদাতা,দুর্গাপুর:- ২৫ শে বৈশাখ উপলক্ষে দুর্গাপুর তথ্য-সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে ১৬২তম রবীন্দ্রজয়ন্তী পালন করা হলো দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান। দুর্গাপুরের মহকুমা শাসক, দুর্গাপুর পৌরসভার মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার সহ অন্যান্যরা।
এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি বক্তৃতার মাধ্যমে প্রশাসনিক আধিকারিকরা রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন কাহিনী তুলে ধরেন সকলের সামনে। এদিন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিকৃতিতে মাল্যদান করার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি পালন করা হয় তথ্য সংস্কৃতি দপ্তর এর পক্ষ থেকে।