তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- অজয় নদ থেকে বেআইনি ভাবে মাটি কেটে পাচারের অভিযোগে ধৃত ৪জনকে বৃহস্পতিবার মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। কাঁকসা থানার পুলিশ ওই চার জনকে চলতি মাসের গত ৬তারিখে গ্রেফতার করে গত ৭ই মে মহকুমা আদালতে পেশ করলে মহকুমা আদালতের বিচারক ধৃতদের ৫দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
৫দিনের পুলিশি হেফাজতের পর আজ ফের ধৃত ৪জনকে মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ। ধৃতদের নাম পান্না বাগদি,প্রভাত বাগদি,দুলাল পাত্র ও সঞ্জয় পাল বলে জানা গেছে। ধৃতদের মধ্যে পান্না বাগদি ও প্রভাত বাগদি কাঁকসার নিমটিকুড়ি এলাকার বাসিন্দা। ওপর দু জন দুলাল পাত্র ও সঞ্জয় পাল কাঁকসার বনগ্রামের বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।
ধৃত ৪জনকে শনিবার মহকুমা আদালতে পেশ করলো কাঁকসা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে গত এপ্রিল মাসে কাঁকসা থানার অন্তর্গত কাঁকসার বনকাটি এলাকায় অজয় নদের পার থেকে বেআইনি ভাবে মাটি কাটে পাচারের অভিযোগ ওঠে।
এর পরেই গত এপ্রিল মাসের ১৯তারিখে ভূমি ও ভূমি রাজস্ব দফতরের পক্ষ থেকে কাঁকসা থানায় লিখিত অভিযোগ জানানো হলে অভিযোগের ভিত্তিতে কাঁকসা থানার পুলিশ ওই ৪জনকে গ্রেফতার করে।