সংবাদাতা,পূর্ব বর্ধমান:- জাতীয় সড়কে দুর্ঘটনায় এক বাইকচালকের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় উত্তেজনা ছড়ালো পূর্ব বর্ধমানের গুসকরায়। বালিবোঝাই একটি লরি পিষে দেয় এক বাইক আরোহী যুবককে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের। তারপর স্থানীয়রা গুসকরা স্কুলমোড়ে অবরোধ শুরু করেন। ২ বি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে যায়।
মৃতের নাম শেখ সাহেব(২২) । গুসকরার ইঁটাচাদা এলাকার বাসিন্দা ওই যুবক বাইকে করে গুসকরা বাজার আসার পথে বিপরীত দিক থেকে একটি বালিবোঝাই লরি তাকে ধাক্কা দিয়ে পিষে দেয়। তারপর লরিটি একটি কাঠচেরাই কলের কাছে আটকে যায়। চালক সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। এরপর শুরু হয় অবরোধ। অভিযোগ বেপরোয়া গতিতে লরি চলাচল করার জন্যই এই ধরনের দুর্ঘটনা ঘটছে। পুলিশ এসে অবরোধ তোলে।