সংবাদাতা,পূর্ব বর্ধমান:- লেনদেন চলাকালীন হঠাৎই বর্ধমান শহরের ভাঙাকুটি এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকের শাখায় আগুন লাগার ঘটনা ঘটলো। এসির পাশ থেকে গলগল করে ধোঁয়া বের হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ব্যাঙ্কের ভিতরে। সেই সময় ব্যাঙ্কে প্রায় ২০ জন গ্রাহক এবং ৪ জন ব্যাঙ্ক কর্মী উপস্থিত ছিলেন।
ব্যাঙ্কের ভিতরে থাকা কর্মী ও গ্রাহকেরা আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন। যে ব্যাঙ্কে আগুন লাগে ঠিক তার উপরের ফ্লোরে একটি বেসরকারি ব্যাঙ্ক রয়েছে। আগুন আতঙ্ক সেখানকার কর্মী ও গ্রাহকরা নেমে পড়েন। খবর যায় দমকলে। পাশেই দমকল কেন্দ্র থাকায় দমকলের একটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালায়। পরে আরও দুটি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনে।
ব্যাঙ্ক কর্মী সায়ন কোনার জানান, শর্টসার্কিটের কারণে প্রথমে এসিতে আগুন লাগে। সেখান থেকে সার্ভার রুম হয়ে ফ্লোরের অন্যত্র আগুন ছড়িয়ে পরে। ফ্লোরের ভিতরের আসবাব পত্র, অফিশিয়াল কাগজপত্র সহ একাধিক প্রয়োজনীয় সামগ্রী পুরে গেছে বলে জানান সায়ন বাবু। দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকে আগুন লেগেছে। ঘটনার তদন্ত শুরু করেছে বর্ধমান থানার পুলিশ।