তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- সন্দেহজনক ভাবে এলাকায় ঘোরাফেরা করার অভিযোগে কাঁকসা থানার পুলিশ একটি টাটা সুমো গাড়ি সহ গাড়ির চালক কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে বৃহস্পতিবার দুপুরে।
স্থানীয় সূত্রে জানা গেছে আটক হওয়া চালক টাটা সুমো গাড়ি নিয়ে পানাগাড় বাজারে সন্দেহজনক ভাবে ঘোড়া ফেরা করছিলো। স্থানীয়রা কাঁকসা থানায় খবর দিলে কাঁকসা থানার পুলিশ পানাগড় বাজারের পেট্রোল পাম্প এলাকা থেকে গাড়ি সহ গাড়ির চালক কে আটক করে থানায় নিয়ে যায় ও জিজ্ঞাসাবাদ শুরু করে।
স্থানীয়দের অনুমান ওই গাড়িটি সম্ভবত লোহার দরে বিক্রি করার উদ্দেশ্যে পানাগড়ে নিয়ে আসা হয়েছিলো।ঘটনার তদন্ত শুরু করেছে কাঁকসা থানার পুলিশ।