সংবাদাতা,পূর্ববর্ধমান:- বর্ধমান শহরের উপকন্ঠে রায়ান অঞ্চলে শেখ সাহিন নামে এক তরুণের মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য দেখা দিয়েছে।শেখ সাহিনের বয়স ১৭ বছর।তার বাড়ি রায়ান অঞ্চলের ডাঙ্গাপাড়া এলাকায়। গত দুদিন ধরে সে নিঁখোজ ছিল। গতকাল তাদের পরিবারের পক্ষ থেকে থানায় জানানো হয়েছিল।
আজ ওই তরুণের মৃতদেহ পাশের একটি ক্যানেলের জলে ভেসে উঠতে দেখা যায়। এলাকার মানুষ দেখতে পেয়ে ভিড় জমান। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে; এই মৃত্যুর কারণ কী তারা বুঝে উঠতে পারছেন না। তারা মনে করছেন ওই তরুণকে খুন করে মৃতদেহ ওখানে ফেলে দেওয়া হয়েছে।তার এর বিহিত চান।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।