Type Here to Get Search Results !

বাংলা ঝাড়খন্ড সীমান্তে কয়লা বোঝাই ট্রাক চালকদের রাস্তা অবরোধ,পুলিশের আস্বাসে ওঠে অবরোধ



নীলেশ দাস ,আসানসোল:- রাজ্যে এই মুহূর্তে অবৈধ কয়লার কারবারে রাশ টানতে অভিযান চালাচ্ছে পুলিশ ৷ বৈধ কয়লার উৎপাদন বেশির ভাগটাই ইসিএল ও বিসিসিএল এর হাতে ৷  ফলে রাজ্যের বিভিন্ন শিল্প তালুকে গড়ে ওঠা ছোটো ছোটো কল কারখানাগুলি জ্বালানি হিসাবে কয়লার যোগান বজায় রাখতে ভিন রাজ্যের দিকে হাত বাড়িয়েছে ৷ 




এর ফলে প্রতিদিন বাংলা ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেক পোষ্টে ভিন রাজ্য থেকে কয়লা বোঝাই গাড়ির যাতায়াত বেড়েছে ৷ কিন্তু সীমান্ত এলাকায় নাকা চেকিং পয়েন্টে পুলিশ গাড়িগুলির বৈধ কাগজ পরীক্ষার শিবির গড়ে তুলেছে ৷ 




প্রশাসন সূত্রে খবর কয়লা বোঝাই গাড়ির প্রয়োজনীয় বৈধ কাগজ না থাকলে তা কিছুতেই ছাড়া হবে না ৷ যাদের বৈধ কাগজ থাকবে তারাই গন্তব্যে যাওয়ার অনুমোদন পাবে ৷ তবে নাকা পয়েন্টে একসাথে একাধিক গাড়ি এসে পড়ায় বৈধ কাগজ পরীক্ষার ক্ষেত্রে বেশ কিছুটা দেরী হচ্ছে ৷ যার ফলে ডুবুরডিহি সীমান্তের রাস্তায় যানজটের সৃষ্টি হচ্ছে ৷ 





এই পরিস্থিতিতে সামাল দিতে কুলটি থানার চৌরাঙ্গী ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে কয়লা বোঝাই গাড়িগুলিকে ঝাড়খণ্ড গামী রাস্তার দিকে দাঁড় করিয়ে দেয় ৷ এর ফলে গাড়ির চালকদের কাছে ভুল বার্তা পৌঁছে যায় ৷ তারা দাবি করে তাদের কাছে বৈধ কাগজ থাকা সত্ত্বেও বাংলার পুলিশ তাদের রাজ্যে ঢুকতে দিচ্ছে না ৷ এর ফলে গাড়ির চালকেরা কিছুক্ষণের জন্যে রাস্তা অবরোধ করে ৷ শেষ পর্যন্ত পুলিশ প্রশাসনের আশ্বাসে অবরোধ উঠে যায় ৷

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad