নিলেশ দাস, আসানসোল:- বাঁকুড়া ও পুরুলিয়ার সংযোগের জন্যে স্থায়ী সেতুর তৈরীর ক্ষেত্রে অনুমোদন দিয়েছে ৷ এবিষয়ে রাজ্য পূর্ত দফতরে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করেছেন বলে জানা গেছে ৷ তবে বার্নপুরের কালাঝরিয়া অঞ্চলে এই স্থায়ী সেতু তৈরীর কাজ ঠিক কবে থেকে শুরু হবে এবং কবে কাজ শেষ হবে বা সেতু তৈরীর প্রজেক্ট রিপোর্ট কী তা জানার দাবিতে মঙ্গলবার সকালে বাঁশের অস্থায়ী সেতুতে দাঁড়িয়ে বিক্ষোভ দেখান নদীর দুই পারের বিজেপি বিধায়ক চন্দনা বাউরি ও অগ্নিমিত্রা পল৷
উল্লেখ্য বাঁকুড়ার শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি ও পশ্চিম বর্ধমান জেলার আসানসোল দক্ষিণ কেন্দ্রের বিধায়ক অগ্নিমিত্রা পল ৷ জানিয়েছেন, বাঁশের অস্থায়ী সেতুতে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। অগ্নিমিত্রা পল বলেন, স্থায়ী সেতু তৈরীর জন্যে তিনি নিজে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির সাথে দেখা করেন ৷ কেন্দ্র সরকার রাজী আছে ৷ কিন্তু রাজ্য সরকারের সদিচ্ছার অভাব রয়েছে ৷ রাজ্যের মুখ্যমন্ত্রী নিজেই পূর্ত দফতরের ওপর ভরসা রাখেন না ৷ সেখানে সাধারণ মানুষ হিসাবে তারা কি ভাবে পূর্ত দফতরের ওপর ভরসা রাখবেন।
অন্যদিকে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি জানান, রাজ্য সরকার পশ্চিম বর্ধমান জেলায় কালাঝরিয়া অঞ্চলে এতদিন জমি চিহ্নিত করে দেয়নি বলেই সেতু তৈরী হয়নি ৷ স্থায়ী সেতু তৈরী হলে বাঁকুড়া পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের মানুষই উপকৃত হবে বলেও জানান।