নিলেশ দাস, আসানসোল:- ট্রাক হাইজ্যাকের ঘটনার কিনারা করলো আসানসোল উত্তর থানার পুলিশ।এই ঘটনায় ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।শুক্রবার আসানসোলের ধাদকায় এক সাংবাদিক বৈঠকে একথা জানান আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডঃ সোনাওয়েন কুলদীপ সুরেশ।
এই ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিসি সেন্ট্রাল ডঃ সোনাওয়েন কুলদীপ সুরেশ বলেন গত ২০ শে মে একটি রড বোঝাই ট্রাক হাইজ্যাক করা হয়েছিলো।এই ঘটনার পর আসানসোল উত্তর থানার পুলিশ তদন্ত নেমে হাইজ্যাক ট্রাক সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ জানান জিএসটি অফিসার সেজে ওই ট্রাকটি হাইজ্যাক করা হয়েছিলো।তদন্তে নেমে এই ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।