তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের তৃণমূল মনোনীত প্রার্থী শত্রুঘন সিনহা বিপুল ভোটে জয়ী হন।পাশাপাশি তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় জয়ী হওয়ায় কাঁকসার গোপালপুরে সবুজ আবির নিয়ে অকাল হোলিতে মেতে ওঠেন গোপালপুর অঞ্চলের তৃণমূল কর্মীরা। পাশাপাশি এদিন সবুজ আবির নিয়ে গোপালপুরে বিজয় মিছিল করলেন তৃণমূল কর্মী সমর্থকরা। শনিবার বিকালে আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা হওয়ার পরই বিজয় উল্লাসে মেতে ওঠেন তৃনমূলের কর্মী-সমর্থকরা।
এদিন গোপালপুর অঞ্চলের উত্তরপাড়া থেকে বিজয় মিছিল শুরু হয়।তৃণমূলের বিজয় মিছিল বিভিন্ন এলাকা ঘুরে গোপাল পুর উত্তর পাড়া র তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিল শেষ হয়। এদিন মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের জেলা যুব সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ মন্ডল, গোপালপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জয় জিৎ মন্ডল,ব্লকের মহিলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঢালি সহ গোপালপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা।