সংবাদাতা,পূর্ব বর্ধমান:- গলসী অগ্নিকাণ্ডের মধ্যে বোমা উদ্ধার করল গলসী থানার পুলিশ। একটি প্লাস্টিকের জারে পাওয়া যায় বোমা। সোমবার রাতে গলসী থানার সিমিসিমি গ্রামে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে ঘটনস্থলে যায় গলসী থানার পুলিশ। মাঠের মধ্যে থাকা একটি জারের মধ্যে থেকে ১০টি বোমা উদ্ধার হয়। খবর দেওয়া হয় বোম স্কোয়াডে। মঙ্গলবার বোম স্কোয়ার্ড টিম ও দমকল বিভাগ আসে গলসীতে। তারপর দামোদরের চড়ে বোমা গুলি কে নিষ্ক্রিয় করে দেওয়া হয় । কি ভাবে এলাকায় বোমা গুলি এলো তা নিয়ে তদন্ত শুরু করেছে গলসী থানার পুলিশ।