Type Here to Get Search Results !

বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করায় অভিযোগে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের


 

শুভময় পাত্র,বীরভূম:- বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ সিউড়ি আদালতের। বিশ্বভারতীর ছাত্র আন্দোলনের সময় বিশ্বভারতীর ছাত্র  সোমনাথ সৌ কে  দলিত বলে বর্ণবিদ্বেষ মূলক মন্তব্য করায় অভিযোগে বিশ্বভারতীর সংগীত ভবনের মনিপুরী নৃত্য বিভাগের অধ্যাপক ড:সুমিত বসুকে গতকাল কলকাতা থেকে গ্রেপ্তার করে শান্তিনিকেতন থানার পুলিশ। 

 

বিশ্বভারতী ছাত্র সোমনাথ সৌ এই অধ্যাপকের বিরুদ্ধে ইমেইল মারফত শান্তিনিকেতন থানায় অভিযোগ করেন। তারপরে বহুদিন অতিক্রম করে গেলেও অবশেষে কলকাতা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন অভিযুক্ত অধ্যাপক কে সিউড়ি আদালতে  তোলা হলে সিউড়ি আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।

 

জানা গেছে অভিযুক্ত অধ্যাপক ডক্টর সুমিত বসু বিশ্বভারতীর উপাচার্য ঘনিষ্ট ছিলেন। এই ঘটনায় রীতিমত সাড়া ফেলেছে গোটা বিশ্বভারতী জুড়ে। প্রকৃত দোষী কে, অভিযোগ কতটা সত্য তা সকল বিষয় এখন পুরোটাই আদালতের বিচার্য বিষয়। আগামী ২৫ শে এপ্রিল আবার পুনরায় এই বিষয়ে বিচারকার্য চলবে বলে জানিয়েছেন সিউড়ি ফাস্টট্রাক কোর্টের বিচারক। ততদিন পর্যন্ত অভিযুক্ত অধ্যাপক কে জেল হেফাজতে থাকার নির্দেশ দিয়েছেন সিউড়ি আদালত।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad