সংবাদদাতা,পান্ডবেস্বর:- বুধবার সন্ধ্যায় পান্ডবেস্বরের তিলাবনী কলিয়ারী তে শ্রমিক সংগঠন এইচএমএস এর পক্ষ থেকে একটি সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি খোকন মন্ডল,বাঁকলা এরিয়ার এইচএমএস এর এরিয়া সেক্রেটারি মিন্টু ব্যানার্জি এছাড়াও ছিলেন বাঁকলা এরিয়ার এইচএমএস এর সমস্ত উইনিট সেক্রেটারি রা। এদিনের এই সংবর্ধনা সভা ছিল মূলত পান্ডবেস্বরের নব নির্বাচিত ব্লক সভাপতি কিরিটি মুখার্জির উদ্যেশে।তৃণমূল সূত্রের খবর পান্ডবেস্বর ব্লকের ব্লক সভাপতি হিসাবে কিরিটি মুখার্জির নাম নির্ধারিত হয়েছে।