সোমনাথ মুখার্জী, পাণ্ডবেশ্বর :- নিজেদের সদ্যজাত কন্যাকে জঙ্গলের মধ্যে ফেলে আসার অভিযোগে পুলিশ আটক করল সন্তানটি-র বাবা ও মাকে। ঘটনাটি কুমারডিহি গ্রামের বাগদী পাড়া এলাকার। সোমবার সকালে তিলাবনি কোলিয়ারি সংলগ্ন জিজিসি কলোনি এলাকায় জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি সদ্যজাত শিশু কন্যা উদ্ধার হয়।
স্থানীয়রাই শিশুকন্যাটিকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দেন। খান্দরা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে প্রাথমিক চিকিৎসার পর শিশুকন্যাটি বর্তমানে রয়েছে চাইল্ড কেয়ার লাইন সংস্থার হেফাজতে। শিশুকন্যাটি উদ্ধার হওয়ার পর এলাকায় ছড়িয়ে ছিল চাঞ্চল্য। কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেই নিয়েও উঠেছিল প্রশ্ন। বুধবার জানা যায় কুমারডিহি গ্রামের বাগদি পাড়ার বাসিন্দা পটল বাগদী ঐ শিশুকন্যাটির পিতা। ঘটনাটি জানাজানি হতেই এদিন সকালে পটল বাগদী ও তার স্ত্রী কে ঘিরে ধরেন প্রতিবেশীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ। পুলিশ পটল বাগদী ও তার স্ত্রী কে ধরে থানায় নিয়ে যায়। স্থানীয় সূত্রে জানা যায় ওই দম্পতির দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। রবিবার ঘরেই ফের একটি কন্যা সন্তানের জন্ম হয়। ঘটনাটি জানাজানি হওয়ার আগেই পটল বাগদী থলিতে ভরে শিশুকন্যাটি-কে জঙ্গলের মধ্যে ফেলে আসে। নিজেদের অপরাধের কথা ওই দম্পতি স্বীকার করেছে বলে পুলিশ সূত্রে খবর।