তনুশ্রী চৌধুরী, কাঁকসা:- ডাকাতির উদ্যেশ্যে জড়ো হওয়া ৪জন ডাকাত দলকে গ্রেফতার করলো কাঁকসা থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে শনিবার রাত্রে ধৃতরা সকলেই কাঁকসার বেলডাঙ্গা এলাকার অমৃত কারখানার সামনে রাস্তার ধারে জড়ো হয়ে ছিলো।
কাঁকসা থানার পুলিশের টহলরত ভ্যানের পুলিশ কর্মীরা তাদের দেখতে পেয়ে আটক করে জিজ্ঞাসাবাদ করার সময় তাদের কাছে তল্লাশি করে ধারালো অস্ত্র ও একটি দেশি পাইপ গান সহ এক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। ধৃতদের নাম প্রভাত দাস বৈরাগ্য,তরুণ দাস,কানাই দেবনাথ,পরিমল রায়। ধৃতরা সকলেই কাঁকসার ডাঙ্গাল এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গেছে।রবিবার ধৃতদের মহকুমা আদালতে পেশ করে কাঁকসা থানার পুলিশ।