তনুশ্রী চৌধুরী,কাঁকসা:- কাঁকসার মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রূপগঞ্জ এলাকায় নির্মীয়মান জলাধারের কাজ পরিদর্শন করলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, এছাড়াও সঙ্গে ছিলেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সী, মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের সদস্যরা সহ অন্যান্যরা। গোটা এলাকা পরিদর্শন করার পাশাপাশি এদিন তিনি পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েত সদস্যদের সাথে বিস্তারিত আলোচনা করেন।
কাজের অগ্রগতি কতটা তা খতিয়ে দেখার জন্যই বিধায়ক পরিদর্শন করেন বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সদস্য দেবদাস বক্সি।তিনি জানিয়েছেন দ্রুতগতিতে জলাধারের কাজ চলছে ।জলাধারের কাজ সম্পন্ন হলে উপকৃত হবেন সেখানকার কৃষকরা। একদিকে যেমন কৃষকদের কৃষি কাজের ক্ষেত্রে সুবিধা হবে এবং এলাকায় জলাধার নির্মাণ কে ঘিরে কর্মসংস্থানের সুযোগও বাড়বে বলে জানিয়েছেন তিনি।